দৈনিক কালের কন্ঠ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি কাজল আর্যের পিতামহী নীলিমা আর্য (৮০) পরলোকগমন করেছেন। তিনি বুধবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে টাঙ্গাইলের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। নীলিমা আর্য বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
বুধবার রাতেই টাঙ্গাইলের কালিহাতীর নগরবাড়ী গ্রামের নিজ বাড়ীর পারিবারিক শ্মশানঘাটে তার সৎকার্য সম্পন্ন করা হয়।
নীলিমা আর্য মৃত্যুকালে তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পরিবারের প্রতি সমবেদনা ও বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।