শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
পূর্বধলায় শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:০৪ PM
নেত্রকোনার পূর্বধলা উপজেলার সাতটি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা নিরাপদে পরীক্ষা হলে প্রবেশ করে পরীক্ষায় অংশগ্রহণ করে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খবিরুল আহসান কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবু বকর সিদ্দিক জানান, এ বছর উপজেলার ১১টি ইউনিয়নের মোট ১ হাজার ৬শ ৮৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৬শ ৬৬ জন অংশগ্রহণ করে ও অনুপস্থিত রয়েছে ২৩ জন। এসএসসিতে ১ হাজার ৩১৬ জনের মধ্যে ১ হাজার ৩১১ জন অংশগ্রহণ করে অনুপস্থিত ৫ জন, দাখিলে ২শ ৬৩ জনের মধ্যে ২শ ৫৮ জন অংশগ্রহণ করে অনুপস্থিত ৫ জন এবং ভোকেশনাল বিভাগে ১শ ১০ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৭ জন অংশগ্রহণ করে ১৩ জন অনুপস্থিত রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে উপজেলায় নকলমুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা সকল কেন্দ্রে শান্তিপূর্ণ পরীক্ষা গ্রহণের সকল ব্যবস্থা পূর্বেই সম্পন্ন করেছি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত