জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আবু হোসেন নামে এক কৃষক হত্যা মামলায় ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক নজরুল ইসলাম এ রায় দেন। এ সময় প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানাও করা হয়।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড জিতেন্দ্রনাথ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।