চাঁপাইনবাবগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এনামুল হক মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সোমবার সকাল ৭ টা ৪০ মিনিটে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি পৃথিবীর মায়া ছেড়ে যান। তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এনামুল হক চাঁপাইনবাবগঞ্জ ঘাতক দালাল নিমূল কমিটির যুগ্ন আহ্বায়ক ছিলেন। তিনি দীর্ঘদিন উদিচী চাঁপাইনবাবগঞ্জ সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও বঙ্গবন্ধু পরিষদের সভাপতির দায়িত্বেও ছিলেন অধ্যাপক এনামুল হক।
সোমবার বিকেল ৫টায় জানাজা শেষে তাকে মৃধাপাড়া কবরস্থানে সমাহিত করা হয়।
এদিকে মুক্তিযুদ্ধের সংগঠক এনামুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাজহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহিদুল হুদা অলকসহ রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা।