সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
একটি ব্রিজে হাজারও মানুষের ভোগান্তি
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩৯ PM
মানিকগঞ্জে একটি ব্রীজই হাজারো মানুষের ভোগান্তি! ব্যস্ততম সড়কে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট।
 
জানা গেছে, মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে সাটুরিয়া ভায়া দরগ্রাম সড়কের জয়রা এলাকার ব্রীজে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ফলে ভোগান্তিতে পড়ছে হাজার হাজার মানুষ। মানিকগঞ্জের  ব্যস্ততম এই সড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন এবং কর্নেল মালেক মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী যাতায়াত করেন। মানিকগঞ্জ বাসষ্ঠান্ড থেকে সাটুরিয়া দড়গ্রাম পর্যন্ত সড়কের উন্নয়ন কাজ করা হলেও জয়রা খালের উপর পুরাতন জীর্ণ ব্রীজের কারণে ওই সড়কে প্রতিদিনই যানজটের শিকার হতে হচ্ছে পথচারীদেরও। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, মানিকগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক মানিকগঞ্জ সাটুরিয়া দড়গ্রাম সড়কের জয়রা খালের উপর দীর্ঘ যানজট। ব্রীজের প্রসস্ত কম হওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে। অথচ ওই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। এমনকি কর্নেল মালেক  মেডিক্যাল কলেজ হাসপাতালে সকাল সন্ধ্যা অগনিত রোগী আসা যাওয়া করে থাকে। এই ব্যস্ততম সড়কে একটি ব্রীজই হাজার মানুষের ভোগান্তিতে ফেলছে। 

সাটুরিয়া উপজেলার তিল্লি এলাকার বাসিন্দা সিএনজি চালক বিকাশ মন্ডল  বলেন, জয়রা ব্রিজের যানজটের কারণে মানিকগঞ্জ থেকে দড়গ্রাম বাজার পর্যন্ত আসতে একঘন্টারও বেশি সময় লাগছে। অপ্রশস্ত ব্রিজটি দীর্ঘ দিনেও সংস্কার না হওয়া প্রতিনিয়ত এই দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। 

দড়গ্রামের বাসিন্ধা গণমাধ্যম কর্মী সিকদার শামীম বলেন, অফিসের কাজে আমি প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করি। সারা রাস্তা ভালো ভাবে এসে এই ব্রীজের নিকট পৌছার পর প্রতিদিনই জ্যামে আটকে পড়ি। বর্তমানে কর্নেল মালেক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চালু হওয়ায় এই সড়ক দিয়ে ব্যাপক যানবাহন চলাচল করে। ব্রীজের প্রসস্ত কম থাকায় যানবাহনের যানজট সৃষ্টি হয়। 

এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইসরাফিল হোসেন বলেন, ইতিমধ্যে জয়রা খালের উপর নতুন ব্রীজের টেন্ডার হয়েছে।

এ ব্যাপারে মানিকগঞ্জ সদর উপজেলা  নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মিজানুর রহমান বলেন, ওই ব্রীজের টেন্ডার প্রক্রিয়া সম্পুর্ণ হয়েছে। শীখ্রই নির্মাণ কাজ শুরু হবে। ইতিমধ্যে নির্মাণ সামগ্রী সাইটে এনেছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত