রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় খননযন্ত্র ও ১ হাজার ৫০০ মিটার পাইপ ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আলমবিদিতর ইউনিয়নের পাইকান ব্যাঙ্কপাড়া গ্রামে মঙ্গলবার দুপুর ১২.৩০ মিনিটে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা।
জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞার পরেও কিছু অসাধু বালু ব্যবসায়ী তিস্তা নদীর বিভিন্ন স্থানে নদী তীরবর্তী এলাকার ফসলি জমিতে গভীর গর্ত খুঁড়ে বালু উত্তোলন কাজ চালিয়ে আসছিল। এতে করে নদীর তীর ধ্বংসের পাশাপাশি মেশিনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছিল আশপাশের গ্রামের মানুষ। সম্প্রতি প্রশাসনের নজর এড়াতে বালু ব্যবসায়ীরা কৌশল পাল্টে রাতভর বালু উত্তোলন চালিয়ে আসছিল। এরই পরিপ্রেক্ষিতে অবৈধ বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় তিস্তা নদীর পাইকান ব্যাঙ্কপাড়া এলাকায়। অভিযানকালে স্যালো ইঞ্জিন দিয়ে তৈরি মেশিন ও বিপুল সংখ্যক পাইপ ধ্বংস করে প্রশাসন। তবে আগেই খবর পেয়ে বালু উত্তোলনে জড়িতরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার সাহা বলেন, এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের প্রধান হোতা জাবেদ আলী তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে পালিয়ে যান। পরে বালু উত্তোলন কাজে ব্যবহৃত খননযন্ত্র ও ১ হাজার ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়। তিনি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।এ সময় আদালত পলাতক অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর নির্দেশ দেন ।