ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইন থেকে ক্লিপ খুলে নেয়ার সময় দুই তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
মঙ্গলবার রাত ১১ টার দিকে কাওরাইদ-মশাখালী রেললাইনের শীলা ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, উপজেলার লংগাইর ইউনিয়েেন কোনাপাড়া গ্রামের সোহান মিয়ার ছেলে সাগর মিয়া (১৮) একই গ্রামের শহিদ মিয়ার ছেলে শিমুল (১৮)।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত কররছেন।
তিনি বলেন, রাত ১১ টার দিকে কাওরাইদ-মশাখালী রোডের শীলা ব্রীজ এলাকায় দুই তরুণকে রেললাইনের ক্লিপ খুলতে দেখে স্থানীয় জনতা তাদের আটক করে পাগলা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পাগলা থানা পুলিশ গফরগাঁও রেলওয়ে পুলিশের হস্তান্তর করে। এসময় তাদের কাছ থেকে রেললাইনের ৫০ ক্লিপ জব্দ করা হয়।
জাহাঙ্গীর আলম আরও বলেন, জিজ্ঞাসাবাদের পরে বলা যাবে, তাদের উদ্দেশ্য নাশকতা কি না অন্য কিছু। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।