মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে ফিলিং ষ্টেশনে হামলা
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:১৫ PM
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল ঈশ্বরদী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ভাঙ্গা- মাওয়া এক্সপ্রেসওয়ের তারাইল নামক স্থানে অবস্থিত  হাজী এরফান উদ্দীন ফিলিং ষ্টেশনে হামলা, ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে দূর্বৃত্তরা।

ভুক্তভোগী ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোকলেছুর রহমান সুমনের আত্মীয় প্রত্যক্ষদর্শী কালাম হাওলাদার জানান,  সকালে আজিম নগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের সাইদুল শিকদার,ফারুক তালুকদার, কামরুল মাতুব্বর, জিকরিয়া তালুকদার এর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক লোকজন ঢাল সরকিসহ বিভিন্ন  দেশীয়  অস্র নিয়ে পেট্রোল পাম্পে প্রবেশ করে। এসময় তারা পাম্পে কর্মরত লোকজনকে উদ্দেশ্য করে এলোপাতারি ইট ও পাথর ছুড়তে থাকে।

এ সময়  ভিতরে প্রবেশ করেই প্রথমে তারা সবগুলো সিসি ক্যামেরা ভাংচুর করে। পরে  ৫ টি তেলের মেশিন, পাম্পের দরজা,জানালা ও ক্যাশ কাউন্টারের সকল থাইগ্লাস ভাংচুর করে।  তারা ক্যাশ কাউন্টারে প্রবেশ করে দুই দিনের তেল বিক্রির আনুমানিক ১৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে ভুক্তভোগীরা জানান।

এঘটনায় প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। এসময় তাদের মারপিটে পাম্পে কর্মরত ইয়াছিন হাওলাদার,রশিদ মাতুব্বর, রাজিব মাতুব্বর সহ ১০/১২ শ্রমিক আহত হয়েছে।খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এঘটনায় শেষ খবর পাওয়া  পর্যন্ত এখনও মামলা হয় নাই। তবে মামলার প্রস্তুতি চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত