বগুড়ার কাহালুতে আব্দুল মোমিন (৪০) নামক এক মাদরাসা শিক্ষকের মৃতদেহ গত বুধবার কাহালু থানা পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।
জানা গেছে, গত রাতে আব্দুল মোমিন তার কর্মস্থল শেখাহার হাফেজিয়া মাদরাসার বারান্দার গ্রীলের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। আব্দুল মোমিন কাহালু উপজেলার বিরকেদার ইউনিয়নের অবিলম্ব গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে।
এ ব্যাপারে আব্দুল মোমিন এর ভাই মাসুদুর রহমান বাদী হয়ে কাহালু থানায় একটি ইউডি মামলা করেন। পুলিশ মৃতদেহ মর্গে প্রেরণ করেছেন বলে কাহালু অফিসার ইনর্চাজ সেলিম রেজা নিশ্চিত করেন।