সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
মানিকগঞ্জে স্থানীয় সরকার ও পরিসংখ্যান দিবস পালিত
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:০১ PM
'স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত হবে সেবার অধিকার' এই প্রতিপাদ্য সামনে রেখে মানিকগঞ্জে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪। 

এ উপলক্ষে (২৭ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে মানিকগঞ্জ জেলা প্রশাসন।  শোভাযাত্রায় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। 

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। অন্যান্য উপজেলা সমূহেও অনুরূপ কর্মসূচি পালন করা হয়। এছাড়া, জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেনের নেতৃত্বে অপর একটি বর্ণাঢ্য শুভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেহেনা আক্তার। মূল আলোচক ছিলেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মিনার উদ্দিন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত