রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
বিশ্বে বাণিজ্য এখন হুমকির মুখে: তৌফিক ই ইলাহি চৌধুরী
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪৬ PM
বিশ্বে বাণিজ্য এখন হুমকির মুখে, রাশিয়ায় যুদ্ধ চায়নার সাথে গণ্ডগোল। বিভিন্ন দেশে মানুষ সংগ্রাম করছে। সেখানে আমাদের নিজেকে আত্মনির্ভরশীল করার চেষ্টা করছি। দেশের উন্নত হবে, এ দেশটা সামনে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ উপদেষ্টা বীর বিক্রম ড. তৌফিক ই ইলাহী।  

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে নীলফামারীর সৈয়দপুরে ইকু হোটেল এন্ড রেস্টুরেন্টে সারা দেশব্যাপী সোলার ইরিগেশন দ্রুত বাস্তবায়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্ত হাতে দেশে উন্নয়ন করছে তিনি পদ্মা সেতু করেছেন৷ প্রধানমন্ত্রী দূরদর্শীদতার কারনে বিদেশীদের কাছে সহায়তা না নিয়ে কৃষিখাতে এ সোলার প্রকল্পটি বাস্তবায়ন করেছেন। আমরা আগামী চল্লিশ সালে মধ্যে উন্নয়ন দেশ গড়ব।  আমাদের প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিয়ে অনেক বেশি সহযোগী। আমরা সবাই একসাথে দেশের উন্নয়নে অংশ নিব৷ 

এসময় বিভাগীয় পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ উপদেষ্টা বীর বিক্রম ড. তৌফিক ই ইলাহী, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোস, ঠাকুরগাও জেলা প্রশাসক মাহবুবর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত