রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
রাষ্ট্রীয় মর্যাদায় কাউখালীর বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের দাফন
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৩ PM
পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের মানিক মিয়া কিন্টারগার্ডেন সংলগ্ন অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (৭৫) মঙ্গলবার সকালে (২৭ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি আ ইন্না ইলাই‌হি রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছে।

মরহুমের জানাজা নামাজের পূর্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বীরকে প্রদান করা হয় গার্ড অফ অনার। এ সময় রাষ্ট্রের পক্ষে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির। জানাজা নামাজের পর মরহুমে গ্রামের বাড়ি উপজেলার সাহাপুরায় পারিবারিক কবরস্থা‌নে দাফন করা হয়। 

তার মৃত্যুতে কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পল্টন, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার গভীর শোক  প্রকাশ করেছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত