রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
পেকুয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্থানীয়দের মানববন্ধন
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:১৮ PM
কক্সবাজারের পেকুয়ায় উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাকের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনায় অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে তার শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টা টায় এলাকাবাসী (স্কুল সংলগ্ন) জারুলবনিয়া স্টেশনে মানববন্ধন করেন। এসময় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন শিলখালী জারুলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলী হোসাইন, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন। পাহাড়িকা সামাজিক সংগঠনের সদস্য রুকন উদ্দিন, জারুলবুনিয়া স্টেশন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও জারুলবনিয়া  পাঠাগার এর সভাপতি মু.আবদুল্লাহ এবং জারুলবুনীয়া স্টেশন পরিচালনা কমিটির সভাপতি ছৈয়দ হোছাইন, মনছুর আলম,মুরশেদ আলম আল ছেহেরী, নুর মোহাম্মদ, আবুল শামা প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের সম্পদ আত্মসাৎ, এলাকার প্রভাব দেখিয়ে যে কাউকে যে কোন সময় হুমকি ধামকি ও গত দু’বছর ধরে বিদ্যালয়ের খেলার মাঠ অবরুদ্ধ করে রেখেছে। বিদ্যালয়ের ফলাফল ধারাবাহিক বির্পযয়, নাস্তার ওপর নির্ভর করে রেজাল্ট। দীর্ঘদিন যাবৎ একেই প্রতিষ্ঠানে এবং নিজ এলাকায় হওয়ার সুবাদে এলাকাবাসীর সাথে সব সময় অসৌজন্যমূলক আচরণ করে। বিদ্যালয়ের ক্লাস ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন দপ্তরে ভোটার আইডি কার্ড করে দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের থেকে টাকা নিয়ে হয়রানিসহ নানা অভিযোগ রয়েছে। তাছাড়া প্রধান শিক্ষক রাজ্জাকের বিরুদ্ধে স্থানীয় জায়গা জমির সীমানার বিরোধে এক অসহায় কে দিন দুপুরে ধারালো দা দিয়ে মাথায় আঘাত ও পায়ে দায়ের কোপ দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি বিষয়টি তদন্ত সাপেক্ষে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণসহ তার অপসারণ করা হোক। 

এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক আবদুর রাজ্জাক বলেন, এসব আমার সাথে ষড়যন্ত্র করছে। স্থানীয় কিছু বখাটে ছেলে খেলার মাঠে মাদক সেবন করে তাই স্কুলের মুল ফটকের দরজা সময় সাপেক্ষে বন্ধ করে রাখি। এ ব্যাপারে জানতে পেকুয়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশিষ ঘোষ জানান, বিদ্যালয়ের খেলার মাঠ নিয়ে প্রধান শিক্ষকের সাথে এলাকাবাসীর সমস্যা হয়েছে শুনেছি। তবে খেলার মাঠ হিসেবে বিদ্যালয়ের মাঠ চাওয়াটা ভুল। বিদ্যালয়ের সামনে ছোট্ট একটি উঠোন মাত্র। আর অন্যান্য বিষয়গুলোর ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত