ভর্তিযোগ্য শতভাগ শিশুকে বিদ্যালয়ে ভর্তি,নিয়মিত উপস্থিতি,ঝরেপড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে কমলনগরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
"মায়েরা শুধরালে শিশুর ভুল,প্রতিটি ঘর হবে এক একটি স্কুল" এই প্রতিপাদ্যে বৃহষ্পতিবার দুপুরে উত্তর পশ্চিম চর জগবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই সমাবেশ হয়।এতে প্রায় ২ শতাধিক মায়েরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচিত শ্রেষ্ঠ সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবুল খায়ের।
প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত মায়েদের উদ্দেশ্য করে বলেন, আপনারা জানেন মেঘনা নদীর ভাঙ্গনের কবলে পড়ে এই অঞ্চল অনেক ছোটো হয়ে গেছে।অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় স্থানান্তর হয়েছে।আপনাদের সন্তানের পড়ালেখার কথা চিন্তা করে এই বিদ্যালয়টি এখানে স্থানান্তর করেছি।সুন্দর ভবন করে দিয়েছি।সন্তানদের পড়ালেখা ও নৈতিক চরিত্রের জন্য মায়েদের ভুমিকা অনেক।
আবুল খায়ের আরো বলেন,সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন।তাদের পড়ালেখা ও চলাফেরার প্রতি নজর রাখবেন।শিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে সন্তানকে গড়ে তুলবেন। আপনাদের এই শ্রম বিফলে যাবেনা। সন্তান যখন পড়ালেখা করে মানুষ হবে,আপনাদের সুনাম ও মুখ উজ্জ্বল হবে।তিনি এমন মা সমাবেশের আয়োজন করায় ও শিক্ষার্থীদের প্রকৃত অবস্থা মায়েদের সামনে উপস্থাপন করায় প্রধান শিক্ষকেও ধন্যবাদ জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো:শাহরিয়ার কামাল, এম এ এহসান রিয়াজ, বিদ্যালয়ের শিক্ষক মো: বেলাল হোসেন ও নাজমুন নাহার প্রমুখ।