টাঙ্গাইলের ঘাটাইলে হরিপুর থেকে চাঁনতারা পর্যন্ত কাঁচা সড়ক ধুলামাটিতে ঢেকে গেছে। ড্রাম্প ট্রাকে করে ইটভাটায় মাটি নেওয়ার সময় ট্রাক থেকে পড়ে সড়কে মাটির স্তর জমেছে। গাড়ির চাকার ঘষায় মাটি শুকিয়ে ধুলায় পরিণত হয়েছে।
সামান্য বাতাসে বা যানবাহন গেলেই ধুলাবালু উড়ে সড়ক অন্ধকার হয়ে যায়। সড়কটি দিয়ে সারাদিন মাটি ভর্তি ১০ চাকার ট্রাক চলার কারণে বালু উড়ে আশপাশের দোকানসহ পথচারীদের চোখে মুখে ঢুকে পড়ছে। বিরামহীন ট্রাক ও ড্রাম ট্রাকের আবাধ চলাচলে কারণে রাস্তার বেশির ভাগ অংশ খানাখন্দ হয়ে যাতায়াতকারী ও স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মাটি ব্যবসায়ীসেহ প্রশাসনে বার বার অভিযোগ দিয়েও কোন প্রতিকার না পাওয়ায় বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) উপজেলার হরিপুর নামক স্থানে মানবন্ধন করেছে এলাকাবাসী।
তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, যাঁরা মাটি কাটা, ড্রাম্প ট্রাক ও ইটভাটায় মাটি সরবরাহের ব্যবসা করেন, তাঁদের সবাই অনেক প্রভাবশালী। তাঁদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। প্রতিবাদ করলেই মানসিক বা শারিরীক নির্যাতনের শিকার হতে হয়। এ কাজে কারা জড়িত, প্রশাসন তা জানে। অজানা কারণে তারাও কোনো ব্যবস্থা নেয় না।
অবৈধভাবে মাটি ভরাট এবং ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান বলেন, অভিযানে গেলে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। সম্প্রতি মাটি কাটার ও বিক্রির অপরাধে উজ্জল সিকদার নামে জমির মালিক ও মিন্টু মিয়া নামে মাটি ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। হরিপুর থেকে চাঁনতারা এ অভিযোগের বিষয়ে আবেদন দিয়েছে কিনা তা দেখতে হবে। জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।