“সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো।” এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।
শনিবার (০২ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উপজেলা নির্বাচন অফিস চত্বর থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু প্রমুখ। এতে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা নির্বাচন অফিসার মোঃ আমিরুল ইসলাম। এসময় ভোটার সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।