শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদরে মাঝে অনুদানের চেক বিতরণ
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ মার্চ, ২০২৪, ২:৩৮ PM
দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৯ জন রোগীকে ৫০ হাজার টাকা করে ৪ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরন করলেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।

শনিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল শহরের মিশন রোডে নিজ বাসভবনে আয়োজিত চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষিমন্ত্রী এসব চেক বিতরন করেন।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, ষ্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত কমলগঞ্জ উপজেলার ৯ রোগীর মাঝে এসব চেক বিতরন করা হয়। 

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জয়নাল আবেদীন ।

কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আজাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গলের সহকারি কফিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান প্রমুখ। 



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত