মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫ ৩১ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
গুইমারায় ৪ জুয়াড়ি আটক
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১২:১৮ PM

খাগড়াছড়ির গুইমারায় উপজেলায় চার জুয়াড়িকে আটক করেছে পুলিশ।


সোমবার (০৪ মার্চ) সকালে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন লিখিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, রবিবার রাতে গুইমারা থানার এসআই মোঃ আমিনুল ইসলাম ভূঁঞা, সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে গুইমারা ইউনিয়ন পরিষদের ০৫ নং ওয়ার্ড মুসলিম পাড়া বাজারস্থ ইদ্রিসের চা দোকানের পিছন থেকে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার উপকরণ(তাস) ও জুয়া খেলায় ব্যবহৃত কিছু নগদ অর্থ জব্দ করা হয়েছে। 


আটককৃতরা হলেন, গুইমারা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড  মুসলিম পাড়া এলাকার সোনা মিয়া'র ছেলে মোঃ রবিউল হোসেন(২৬), আবুল কাশেমের ছেলে মোঃ জসিম উদ্দিন(২৭), আবুল হোসেনের ছেলে মোঃ নুরুন্নবী(৩৮), মাহবুব হাওলাদারের ছেলে মোঃ টুটুল হাওলাদার(৩২)।


গুইমারা থানার ওসি আরিফুল আমিন জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ পূর্বক আদালতে সোপর্দ করা  হয়েছে। জুয়া পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, অন্যান্য অপরাধের জন্ম দেয়। তাই জুয়া প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত