নীলফামারীর সৈয়দপুরের সালমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বামীর সাথে ঝগড়া করে (৪ মার্চ) সোমবার বিকেলে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসী জানায়, কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর জুম্মাপাড়া এলাকার মতিউল আলমের (৪৩) স্ত্রী সালমা বেগম। স্বামীর সাথে ঝগড়া করে বাড়ির বাইরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম সত্যতা নিশ্চিত করে জানান, লাশের ময়না তদন্তের পর জানা যাবে মৃতের প্রকৃত কারণ। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে বলে জানান তিনি।