রবিবার ১০ আগস্ট ২০২৫ ২৬ শ্রাবণ ১৪৩২
রবিবার ১০ আগস্ট ২০২৫
মৌলভীবাজারে ৭৩ লক্ষাধিক টাকার চোরাই প্রসাধনী জব্দ
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৭:০৭ PM
মৌলভীবাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই প্রসাধনী পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার  সকালে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনার সময় এই বিপুল চোরাই পণ্যসহ ট্রাকটি আটক করা হয়। ট্রাকটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ-রাজনগর হয়ে মৌলভীবাজারে প্রবেশ করছিল। 

আটক ব্যক্তির নাম মোঃ লালন মিয়া (২৮), সাং- মুটুকপুর, থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজার। 

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (নিঃ) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য, এসআই (নিঃ) হীরক চক্রবর্তী,, এএসআই (নিঃ) মোঃ আবুল ভাসানী এবং ফোর্স কনস্টেবল জহিরুল ইসলাম ও কাজল রাজবংশীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

তল্লাশি চালিয়ে ট্রাক থেকে যেসব চোরাই প্রসাধনী পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে  স্কিনব্রাইট ক্রিম ৫,১৮৪ পিস, স্কিনসাইন ক্নিম ৬০০ পিস, ইলোসন-এইচটি ক্রিম  ৪,৮০০ পিস, ডেরোবিন অয়েন্টমেন্ট  ৪,৫০০ পিস, মেলনর ক্রিম ৫,৭৬০ পিস, ক্লপ-জি ক্রিম ২৩,৬৬০ পিস এবং পেটেনজেলি এলোভেরা জেলা ২৮৮ পিস। 

এছাড়া ট্রাকের ভেতর থেকে ৩০০ কেজি খালি কার্টুন ও একটি নীল রঙের তেরপালও উদ্ধার করা হয়। সর্বমোট পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ৭৩ লক্ষ ৪৮ হাজার ৮২০ টাকা। 

গ্রেফতারকৃত, পলাতক এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে  বিশেষ ক্ষমতা আইনে মৌলভীবাজার মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত