রবিবার ১০ আগস্ট ২০২৫ ২৬ শ্রাবণ ১৪৩২
রবিবার ১০ আগস্ট ২০২৫
চট্টগ্রামে সেতু ভেঙে যান চলাচল বন্ধ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৬:৪৭ PM
নগরীতে প্রবল বৃষ্টিপাতের কারণে খালের পানির তোড়ে ভেঙে গেছে আস্ত একটি সেতু৷  বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ছয়টার দিকে নগরীর অক্সিজেন এলাকায় এই ঘটনা ঘটে। এতে নগরের বায়েজিদ বোস্তামী সড়কের এ অংশে এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে আছে। এখন অন্য পাশ দিয়ে গাড়ি চলাচল করছে। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বায়েজিদ-অক্সিজেন মোড় সড়কের স্টার শিপ গলি এলাকায় শীতল ঝরনার খালের ওপরের এই সেতুটি দিয়ে লোকজন চট্টগ্রাম নগরী থেকে আশপাশের একাধিক উপজেলা ও পার্বত্য জেলায় যাতায়াত করেন৷  নগরের অন্যতম প্রধান ও ব্যস্ততম এই বায়েজিদ বোস্তামী সড়কের ওপর অবস্থিত সেতুর এক দিক সম্পূর্ণ ভেঙে গেছে৷ অন্য দিকটিতেও বিপদ জনক ফাটল দেখা গেছে।

সিটি করপোরেশন প্রকৌশলীরা জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় শীতল ঝরনা খাল প্রশস্ত করা হয়। এর পর থেকে খালে পানিপ্রবাহ বেড়ে যায়। খাল প্রশস্ত হলেও ইটের তৈরি সেতু আগের মতো ছিল। এতে পানিপ্রবাহের কারণে ধীরে ধীরে সেতুর দুই পাশ থেকে মাটি সরে যেতে থাকে। দেয়ালও ক্ষতিগ্রস্ত হয়। আর আজ ভোর থেকে ভারী বর্ষণ শুরু হয়। পানির চাপে সেতুটি দুই ভাগ হয়ে গেছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন সেতু এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, শীতল ঝরনা খালের ওপর সেতুটি ১৯৮০ সালের দিকে নির্মিত হয়। ওই সময়ের নকশায় করা সেতুটি অনেক দিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় শীতল ঝরনা খাল প্রশস্ত করার পর আরও বেশি ঝুঁকি তৈরি হয়। কেননা, ওই সময় খালের প্রশস্ততা বেড়ে গিয়েছিল। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। সেতু সংস্কারের জন্য পাঁচ কোটি টাকার প্রাক্কলন করা হয়েছে। দরপত্র বিজ্ঞপ্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে এখন দ্রুত এটিকে যান চলাচলের জন্য মেরামত করা হবে এবং ৬০ ফুট দীর্ঘ নতুন একটি সেতু নির্মান করা হবে৷

নগরীর বায়েজিদ বোস্তামী সড়কের অক্সিজেন অংশটি খুবই গুরুত্বপূর্ণ একটি জংশন হিসেবে বিবেচিত৷  এ এলাকায় পোশাক কারখানাসহ বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন প্রচুর পরিমাণ গাড়ি চলাচল করে সড়কটি দিয়ে। এ জন্য সেতুটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন লোকজন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত