শুক্রবার ২১ নভেম্বর ২০২৫ ৭ অগ্রহায়ণ ১৪৩২
শুক্রবার ২১ নভেম্বর ২০২৫
জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস বাতিলের দাবিতে স্মারকলিপি
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৭:১৩ PM

"জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ও তার কার্যক্রম সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে" খুলনা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ। 

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় সংগঠনের মহানগর আহবায়ক মাওলানা নাসির উদ্দিন কাসেমীর নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খুলনা মহানগর শাখার আহ্বায়ক মাওলানা নাসির উদ্দিন কাসেমী (দা.বা.)। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জমিয়তের সদস্য সচিব মুফতী জাকির হুসাইন, জেলা সভাপতি মুফতী ইউসুফ আজাদী, জেলা সাধারণ সম্পাদক মুফতি জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী হাবিবুর রহমান এবং অর্থ সম্পাদক মাওলানা সালমান। 

এসময়ে উপস্থিত ছিলেন মাওলানা নাজমুল হাসান, গাজী শফিকুল ইসলাম, মুজাহিদুল ইসলাম সোহাগ, মাওলানা তবিবুর রহমান, মাওলানা উমর ফারুক, মোঃ হাফেজ হিজবুল্লাহ, জোবায়ের আহমাদ, শাকরান জামিল, আরিফুল ইসলাম, হুজাইফা, ইয়াকুব সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত