রবিবার ১০ আগস্ট ২০২৫ ২৬ শ্রাবণ ১৪৩২
রবিবার ১০ আগস্ট ২০২৫
টঙ্গীতে ভ্যান থেকে পড়ে কিশোরের মৃত্যু
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৬:৫২ PM
গাজীপুরের টঙ্গীতে বেকারির পণ্য সরবরাহকারী একটি ভ্যান থেকে পরে গিয়ে লিটন (১৫) নামে এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে গাজীপুরা সাতাইশ এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত কিশোর লিটন লালমনিরহাট জেলার আদিতমারি থানার ভেলাবাড়ি আব্দুল মন্নানের ছেলে। সে সাতাইশ এলাকায় বসবাস করে স্থানীয় একটি বেকারীতে ডেলিভারিম্যান হিসেবে কাজ করতো।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা সাতাইশ স্কুলের পাশে বেকারীর প্রস্তুতকৃত মালামাল সরবরাহের ভ্যানগাড়ী থেকে পড়ে গুরুতর আহত হয় ডেলেভারী ম্যান লিটন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দর  হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত