টাঙ্গাইলের কালিহাতীতে চর নগরবাড়ী হাজী আবু হাসেম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে পরীক্ষা হল রুমে বখাটেরা চাঁদার জন্য প্রবেশ করে ওয়ালিউল্লাহ ইসলাম জিম নামের একাদশ শ্রেণীর এক ছাত্রকে বের করে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে চাঁদাবাজ বখাটেরা বলে অভিযোগ তুলেছেন ওই কলেজের শিক্ষার্থীরা।
এ ঘটনায় বুধবার (৬ মার্চ) সকাল ১০ টায় কলেজের সামনে টাঙ্গাইল-ভূঞাপুর মহাসড়ক অবরোধ করে মেধাবী ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমের ওপর নির্যাতনকারী বখাটে সম্রাটকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
এসময় টাঙ্গাইল-ভূঞাপুর মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচির পালনের খবর পেয়ে কলেজের শিক্ষক ও নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ তালুকদার এসে বিচারের আশ্বাস দিলে মানববন্ধন কর্মসূচি তুলে নেয় শিক্ষার্থীরা।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি কামরুল ফারুক বলেন, অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |