সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
কালিহাতীতে কলেজছাত্রকে পিটিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৫:১০ PM আপডেট: ০৬.০৩.২০২৪ ৫:২৪ PM

টাঙ্গাইলের কালিহাতীতে চর নগরবাড়ী হাজী আবু হাসেম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে পরীক্ষা হল রুমে বখাটেরা চাঁদার জন্য প্রবেশ করে ওয়ালিউল্লাহ ইসলাম জিম নামের একাদশ শ্রেণীর এক ছাত্রকে বের করে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে চাঁদাবাজ বখাটেরা বলে অভিযোগ তুলেছেন ওই কলেজের শিক্ষার্থীরা।

এ ঘটনায় বুধবার (৬ মার্চ) সকাল ১০ টায় কলেজের সামনে টাঙ্গাইল-ভূঞাপুর মহাসড়ক অবরোধ করে মেধাবী ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমের ওপর নির্যাতনকারী বখাটে সম্রাটকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

গত ৪ মার্চ কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটেছে বলে জানিয়ে মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বখাটেরা কলেজে পরীক্ষা হলরুমে প্রবেশ করে একাদশ শ্রেণীর ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমকে হলরুম থেকে বের করে হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি
পিটিয়ে গুরুতর আহত করে। ওয়ালিউল্লাহ ইসলাম জিমের আহতকারী অভিযুক্ত বখাটেদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

এসময় টাঙ্গাইল-ভূঞাপুর মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচির পালনের খবর পেয়ে কলেজের শিক্ষক ও নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ তালুকদার এসে বিচারের আশ্বাস দিলে মানববন্ধন কর্মসূচি তুলে নেয় শিক্ষার্থীরা।

স্থানীয় চেয়ারম্যান মাসুদ তালুকদার অভিযুক্ত বখাটেদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করেন।

কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন, গত সোমবার বখাটে সম্রাট কলেজে পরীক্ষা হলরুমে প্রবেশ করে মেধাবী ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেয়ায় হলরুম থেকে বের করে একাদশ শ্রেণীর ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। 

আহত অবস্থায় ওয়ালিউল্লাহ ইসলাম জিমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত বখাটে হলেন, উপজেলা নগরবাড়ী গ্রামের বখাটে সম্রাট (২৭) ও রনি।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি কামরুল ফারুক বলেন, অভিযোগ পাইনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত