নীলফামারী জেলার ৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহষ্পতিবার (৭ই মার্চ) বিকাল ৫টার দিকে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউট ডোমার উপজেলার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ উক্ত সংবাদ সম্মেলন করেন।
সম্মেলনে জানানো হয়, ৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ-২০২৪, ৭ই মার্চ হতে ১০মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবেশের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত অংশগ্রহনকারীরা তাদের প্রশিক্ষণলব্ধ জ্ঞানের দক্ষতা প্রদর্শন এবং পরস্পরের সাথে বন্ধুত্ব স্থাপনের সুযোগ পাবে।
এবারের সমাবেশে প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউটিং”। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউটিং এর ভূমিকা অনস্বীকার্য। ৮ম ডোমার উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ এ ৩০টি কাব দল ও ২১টি স্কাউট দলসহ মোট ৫১টি দল অংশ গ্রহন করবে। তাদের ৪দিন ব্যাপি ক্যাম্প করে সার্বক্ষণিক থাকা,খাওয়া এবং স্যানিটেশনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আগামী ৮মার্চ বিকাল সাড়ে ৩টায় সমাবেশের উদ্বোধন করবেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। ৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় মহাতাবু জলসা অনুষ্ঠিত হবে।
সমাবেশের নাম করণ করা হয়েছে ‘শহীদ রুমী স্কাউট পল্লী’ শহীদ বীর মুক্তিযোদ্ধা শাফী ইমাম রুমী(বীর বিক্রম)বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এক দুর্ধর্ষ গেরিলা যোদ্ধা। তিনি ছিলেন শরীফ ইমাম এবং শহীদ জননী খ্যাত জাহানারা ইমাম দম্পতির জ্যেষ্ঠ পুত্র। রুমীর পৈতৃক আদি বাড়ী নীলফামারীর জেলার ডোমারের খাটুরিয়া গ্রামে।