বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
গফরগাঁওয়ে মাদ্রাসার বারান্দায় শিশুকে ধর্ষণচেষ্টা
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২:০৮ PM
গফরগাঁওয়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ এমদাদ (৩০) নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। 

গতকাল বুধবার দুপুরে শিক্ষার্থীর মা ছালমা আক্তার বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা দায়ে করেন। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোঃ এমদাদ দৌলতপুর (খাঁনবাড়ি) গ্রামের মৃত শামছুদ্দিনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার যশরা ইউনিয়নের দৌলতপুর গ্রামের তাফসিরুল কোরআন হাফেজিয়া মাদ্রাসায় ঐ শিশু আরবি শিখতো। গত শনিবার সকালে শিশুটির মা তাকে মাদ্রাসায় দিয়ে আসার পর অভিযুক্ত শিক্ষক মোঃ এমদাদ বারান্দার একটি কক্ষে নিয়ে জোর করে তাকে ধর্ষণের চেষ্টা চালায়।

এসময় শিশুটি ডাক-চিৎকার শুরু করলে শিক্ষক এমদাদ পালিয়ে যায়। শিশুটি ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানায়। এলাকায় বিষয়টি জানাজানি হওয়ার পর একটি পক্ষ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়ে সমালোচনা শুরু হয়।

শিশুটির মা ছালমা আক্তার বলেন, আমার মাছুম শিশুকে কোরআন শরীফ শিখানোর জন্য মাদ্রাসায় দিয়েছিলাম। শয়তান এমদাদ হুজুর আমার মাছুম বাচ্চার সর্বনাশ করতে চেয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) আব্দুর রহিম সরকার বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোঃ এমদাদ পলাতক রয়েছে। শিশুটিকে জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত