ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান (বিপিএম সেবা, পিপিএম বার) জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এ সময় জেলা পুলিশের কর্মকর্তা পদমর্যাদার সদস্যগন উপস্থিত ছিলেন।
সকাল ৮টায় টায় বিজয় মেলা মাঠ সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করেন।
পুলিশ সুপার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই অগ্নিঝরা ভাষণ দিয়েছিলেন। তৎকালীন রেসকোর্স ময়দানের (সোহরাওয়ার্দী) এই ভাষণ আজ বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে পরিগণিত হচ্ছে।