নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় ৫৫ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার( ৮ মার্চ) সকালে সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে বাইপাস সড়ক কামারপুকুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়,ধারনা করা হচ্ছে গাড়ীর ধাক্কায় এ বৃদ্ধার ধাক্কায় মৃত্যু হয়েছে। সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। তার নাম পরিচিত সনাক্তের চেষ্টা চলছে।
বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরিফূল ইসলাম বলেন, পরিচিত সনাক্তের চেষ্টা চলছে।এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।