বুধবার ২৩ জুলাই ২০২৫ ৮ শ্রাবণ ১৪৩২
বুধবার ২৩ জুলাই ২০২৫
নারী দিবসে গুগলের বিশেষ ডুডল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ১:৫৯ PM
বিশেষ কোনো দিন, বিশেষ কোনো ব্যক্তি কিংবা আবিষ্কার নিয়ে সার্চ বক্সের ওপরে নিজেদের লোগোর পরিবর্তে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ নকশার যে লোগো তৈরি করে গুগল, তাকেই বলা হয় ডুডল। তারই ধারাবাহিকতায় আজ নারী দিবসে বিশেষ ডুডল প্রকাহশ করেছে সার্চ ইঞ্জিন গুগল।

গুগলের ক্রোম খুললেই আজ চোখে পড়বে ডুডলটি। নারীদের অবদানের উপর জোর দিয়ে ডুডল আন্তর্জাতিক নারী দিবস এবং লিঙ্গ সমতার দিকে যে অগ্রগতি হয়েছে তা উদযাপন করেছে। ডুডলে বেশ কিছু প্রতীকী চিহ্ন ব্যবহার করা হয়েছে। ডুডলে ক্লিক করলে একটি পোস্ট পাবেন। যেখানে লেখা হয়েছে, আইডব্লিউডি বা জাতিসংঘ লিঙ্গ এবং জাতিগত মজুরির ব্যবধান, প্রজনন অধিকার এবং নারীদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধের মতো বিষয়গুলোতে বিশেষ নজর দেয়।

এছাড়া আরও বলা হয়েছে, বছরের পর বছর ধরে নারীদের অগ্রগতি তাদের পূর্ববর্তীদের সাহসী কাজ ছাড়া সম্ভব হবে না। এখানে যারা পথ প্রশস্ত করেছেন এবং যারা মশালকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের জন্য-শুভ আন্তর্জাতিক নারী দিবস! অর্থাৎ নারীদের অগ্রগতি এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বিস্তৃত। এবং পূর্ববর্তীদের দেখানো পথেই অগ্রসর হচ্ছেন নারীরা। সেই সব নারীদের নারী দিবসের শুভেচ্ছা যারা এই পথকে প্রশস্ত করছেন।

এবারের গুগল ডুডলটি তৈরি করেছেন শিল্পী সোফি দিয়াও। এ বিষয়ে দিয়াওর প্রত্যাশা, গুগল ডুডল বিভিন্ন প্রজন্মের মানুষের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্য অনুপ্রাণিত করবে।

১৯৭৫ সালের এই দিনে জাতিসংঘ প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস (আইডব্লিউডি) উদযাপন করে। মূলত ৮ মার্চ নারী দিবসের প্রথম দিকের দুটি বিক্ষোভকে স্মরণ করে- একটি সেন্ট পিটার্সবার্গে এবং অন্যটি নিউ ইয়র্ক সিটিতে। বিভিন্ন বছর এবং স্থানে থাকাকালীন এই সমাবেশগুলোর সাধারণ লক্ষ্য ছিল ন্যায্য ও নিরাপদ কর্মসংস্থান, ভোটের অধিকার এবং সরকারি পদে থাকার অধিকার সহ লিঙ্গ সমতা অর্জন করা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত