ময়মনসিংহের গফরগাঁওয়ে নয়ন (২৯) নামের এক হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের ভালুকা-গফরগাঁও সড়কের হাটুরিয়া নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত নয়ন উপজেলার রাওনা ইউনিয়নের নামা ধোপাঘাট এলাকার মৃত শহর আলী মেম্বারের ছেলে। ফরগাঁও থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, উপজেলার সালটিয়া ইউনিয়নের ভালুকা-গফরগাঁও সড়কের হাটুরিয়া নামক স্থানে দুর্বৃত্তরা নয়নকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা নয়নকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
ধোপঘাট এলাকার একাধিক লোক জানান, নয়ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত ছিল। ২০২০ সালে রাওনার হুমায়ুন কবীর হত্যা মামলার আসামী ছিল সে। মাস তিনেক আগে জামিনে ছাড়া পেয়ে এলাকায় এসে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড শুরু করে। কোন কারণে ক্ষিপ্ত প্রতিপক্ষের লোকজন রাতের আঁধারে তার ওপর হামলা চালিয়ে এ্যালোপাথারি কুপিয়ে আহত করে।
গফরগাঁও থানা পুলিশ জানায়, নিহত নয়ন হত্যাসহ একাধিক মামলার আসামী। কে বা কারা হামলা চালিয়েছে তা জানার চেষ্টা চলছে।