দশমিনা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) ১০ টায় উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ জেসমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আজিজ,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি ওয়াসিউজ্জামান চৌধুরী,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জাফর আহমেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন