রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
কালীগঞ্জে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু
কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৩:০৪ PM

লালমনিরহাটের কালীগঞ্জে স্বামীর নির্য়াতনের শিকার হয়ে তাহমিনা বেগম (১৯) নামের এক স্ত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 

নিহত তাহমিনা বেগম  উপজেলার চলবলা ইউনিয়নের নিথক শিয়ালখোওয়া এলাকার তাহের আলীর মেয়ে ও একই উপজেলার মহিষামুড়ি (মাস্টার মোড়) এলাকার আব্দুর রহমানের ছেলে আলমগীর হোসেনের স্ত্রী।


জানা গেছে , নিহত তাহমিনা আলমগীর হোসেনের তৃতীয়  স্ত্রী। তাহমিনা বেগম তার বাবার বাড়িতে থাকায় স্বামী আলমগীর হোসেন বুধবার শ্বশুর বাড়িতে তাহমিনার কাছে যান, তাহমিনার বাবা মা কেউ বাড়িতে না থাকায় স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী আলমগীর হোসেন গাছের ডাল দিয়ে স্ত্রী তাহমিনাকে আঘাত করলে স্ত্রীর মাথা ফেটে যায় এতে স্ত্রী তাহমিনা রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। 


মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী তাহমিনা মারা যান। এ ঘটনায় স্বামী আলমগীর হোসেন পলাতক রয়েছে।


কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত