নেত্রকোনার পূর্বধলায় মোসা. সোনিয়া আক্তার ওরফে সুইটি (২০) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১০ মার্চ) দুপুরে উপজেলার খলিশাউড় ইউপির রাজিবপুর গ্রাম থেকে তার লাশ পাওয়া যায়। সুইটি ময়মনসিংহের গৌরিপুর উপজেলার ঢেউয়াখোলা ইউপির চর শ্রীরামপুর গ্রামের মো. সুবহান’র মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, সুইটির নানার বাড়ি উপজেলার রাজিবপুর গ্রামের আবুল কাশেমের পূর্ব দুয়ারী টিনের বসত ঘরের বারান্দার দড়নার সাথে জর্জেট ওড়না দ্বারা ঝুলন্ত অবস্থায় কোমর মাটির সাথে লাগানো অবস্থায় ভিকটিমের লাশ পাওয়া গেছে। গত রাত্র অনুমান সাড়ে ১২টা হতে ভোর ৬ টার মধ্যে ঘটনাটি সংঘটিত হয়েছে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তা জানা যায়নি।
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান।