“দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট বাংলাদেশ গড়বো”এই শ্লোগানকে সামনে নিয়ে গত রোববার (১০ মার্চ) বগুড়ার কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবসের র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু মুছা এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল জোব্বার এর সঞ্চালনায় অন্যান্যাদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ লালু, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার,উপজেলা কৃষি অফিসার জান্নাতুল ফেরদৈাস,উপজেলা প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার সাইদুজ্জামান,ফায়ার সার্ভিস স্টেশন কাহালু ইনর্চাজ মোঃ রুবেল হোসেন প্রমুখ।