নেত্রকোনার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে বিল্লাল মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের রাজিবপুর গ্রামে। নিহত বিল্লাল মিয়া ঐ গ্রামের সোহেল রানা ও সেলিনা আক্তারের ছেলে।
পরিবার সূত্রে জানা যায় গত সোমবার বিকেলের দিকে অন্যান্য দিনের মত বাড়ির সামনে খেলা করতে যায় শিশু বিল্লাল। খেলার কোন এক ফাঁকে পাশের পুকুরের পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোজাখুঁজির পর না পেয়ে বিল্লালকে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলার বলাইশিমুল ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান রাজিবপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক।
এব্যাপারে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক মো.এনামুল হক (পিপিএম) পুকুরে ডুবে শিশু বিল্লালের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুর লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে এবং রাতে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।