‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
এ উপলক্ষে র্যালি , মিলাদ, দোয়া মাহফিল, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
১৭ মার্চ রোববার ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে হল রুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফিল্ড সুপার ভাইজার মোঃ জাহিদ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা নুরুল আমিন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাসন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা ছালাউদ্দিন চরফ্যাসন উপজেলা ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ আবদুল মান্নান চরফ্যাশন উপজেলার ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ারটেকার মোঃ ইসমাইল হোসেন, সাধারণ মডেল কেয়ারটেকার মোঃ তরিকুল ইসলাম সহ ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক বৃন্দ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আর্দশকে বুকে ধারণ করে দেশকে এগিয়ে নেওয়া জন্য আহবান জানান, পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।