ঢাকার ধামরাইয়ে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
ধামরাই উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারী, বেসরকারী, আধাসরকারী ও স্বায়ত্বশাসিত ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
কর্মসূচীর অংশ হিসেবে এদিন সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কমিশনার সুচি রানী সাহা,ধামরাই থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বেলা ১১ টার দিকে উপজেলা অডিটোরিয়াম হল রুমে “বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাসমূহে স্থানীয়ভাবে সৌন্দর্য বর্ধনে আলোকসজ্জার ব্যবস্থা গ্রহণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।