ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রবিবার (১৭ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, স্থানীয় সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।
এমপি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শিশুদের ভালবাসতেন, তিনি সময় পেলেই শিশুদের সাথে সময় কাটাতেন। তার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে পাকিস্তান বিরোধী আন্দোলন পর্যন্ত তিনি স্বাধিকার আন্দোলনে সম্পৃক্ত ছিলেন এবং ৭ মার্চ রেসকোর্স ময়দানে তিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন। তার ডাকে এ দেশের সূর্য সন্তানরা ৯ মাস যুদ্ধ করে এদেশ স্বাধীন করে। এর পূর্বে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম এতে সভাপতিত্ব করেন। বঙ্গবন্ধুর জীবন দর্শণ নিয়ে আলোচনাসভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, থানার অফিসার ইনর্চাজ মাহবুব আলম, দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মুক্তিযোদ্ধা সামছুল আলম সরকার, শামসুল ইসলাম শাহান, চেয়ারম্যান জসিম উদ্দিন আহম্মেদ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এই শ্লোগান উচ্চারনের মধ্য দিয়ে শিশু কিশোদের মাঝে বক্তব্য রাখে, আদোয়ান সিদ্দিকী, মাফিয়া, মাহমুদুর রহমান, মৌমিতা দেবনাথ, লিংকন সাহা প্রমুখ । পরে এমপি উপজেলা আওয়ামীলীগ আয়োজিত দলীয় কার্যালয়ে ১৭ মার্চের অনুষ্ঠানে যোগ দেন ।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |