নেত্রকোনার কেন্দুয়ায় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
রোববার (১৭মার্চ) সকালে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বণার্ঢ্য আনন্দ র্যালি মাধ্যমে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু মুর্যালে শ্রদ্ধা নিবেদন পর পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদদাদুল হক তালুকদার এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা, ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা, কেন্দুয়া পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক পিপিএম প্রমূখ।
এসময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারি শিক্ষকবৃন্দ, সাংবাদিকবন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিশু সমাবেশ পৌর সদরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুর্যালে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় পাশাপাশি কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বঙ্গবন্ধু পরিষদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরাও উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধু মুর্যাল্য ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আঙ্গিকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।