শেরপুরের নালিতাবাড়ীতে নিজ বেগুন ক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দুল করিম (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার সময় উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম ওই গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় অধিবাসীরা জানান, রোববার বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে আব্দুল করিম নিজের আবাদি বেগুন ক্ষেতে সেচ দিতে নিজেরই বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে যান। এসময় অসতর্কবশত বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই সে মারা যায়।
বাড়ির লোকজন তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী নন্নী বাজারের নন্নী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যান। পরে সেখান থেকে পরিবারের লোকজন আরো উন্নত চিকিৎসার জন্য ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।