শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
আখাউড়ায় প্রবাসী কল্যাণ সংঘের ইফতার সামগ্রী বিতরণ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৫:২৩ PM
মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সামাজিক সংগঠন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ।

রবিবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১ টায় উপজেলার দক্ষিণ ইউনিয়নের হীরাপুর মধ্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৬০টি অসহায়-দুঃস্থ পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ছোলা, ডাল, খেজুর, সয়াবিন তেল, পেঁয়াজ, আলু, সেমাই, চিনি ও মুড়ি।

সংগঠনের উপদেষ্টা রুবেল আহমেদ, সহসভাপতি জুয়েল ভুঁইয়া, সহসভাপতি সানাউল ভুঁইয়া, সমাজ কল্যাণ সম্পাদক ইব্রাহিম ভুঁইয়া, অর্থ সম্পাদক মোঃ রুবেল আহমেদ, কাজী জসিম, সজিব ভুঁইয়া, শরিফুল ইসলাম আবির, বাপ্পি ভুঁইয়া ও সেচ্ছা সেবক প্রধান সাইফুল ইসলাম ভুঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক অহিদ ভুঁইয়া ও হীরাপুর মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ মিয়া।

প্রসঙ্গত, মানবতা, সেবা ও দেশপ্রেম এই স্লোগানে আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৭ সালে। ওই ইউনিয়নের একদল অদম্য তরুণ প্রবাসীরা তাদের নিজস্ব অর্থে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, ঈদ উপহার ও শিক্ষা উপকরণ বিতরণ সহ নানা ধরণের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

হীরাপুর মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ মিয়া বলেন, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের মতো অন্যদেরও মানুষের সেবায় এগিয়ে আসা উচিত। এই সংগঠনের এমন মানবিক উদ্যোগ সমাজের জন্য দৃষ্টান্ত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত