নড়াইলের লোহাগড়ায় বিনা পয়সায় রমজান মাসজুড়ে ইফতার করাচ্ছেন মিরাজুল ইসলাম খাঁন নামে এক ব্যবসায়ী। প্রতিদিন প্রায় ১শ থেকে দেড়শ জন রোজাদার ব্যাক্তি এখানে ইফতার করেন।
গত কয়েক বছর ধরে তিনি রোজাদার পথচারীদের জন্য এ উন্মুক্ত ইফতারের আয়োজন করেন। লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা বাস স্টান্ডের পাশে নিজ বাড়ির সামনে ইফতারের আয়োজন করেছেন তিনি। যার নাম দিয়েছেন 'সকলের জন্য উন্মুক্ত ইফতার পার্টি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে টেবিল-চেয়ার দিয়ে সাজানো হয়েছে প্যান্ডেল। স্বেচ্ছাসেবকরা প্রতিটা টেবিলে প্লেটে প্লেটে সাজাচ্ছেন ইফতার সামগ্রী। ইফতারের কিছু সময় আগে রোজাদার পথচারী ও আশেপাশের দোকানদাররা এসে বসছেন সেখানে। দোয়া শেষ করে সময় হলে ইফতার করছেন সকলে। প্রতিদিন ভিন্ন ভিন্ন পদের ইফতারীর ব্যবস্থা করা হচ্ছে। তৃপ্তিসহকারে ইফতার করেছে পথচারী সাধারণ মানুষেরা। ব্যতিক্রমী এই আয়োজনের প্রশংসা করছেন তারা।
ইফতার করতে আসা হাবিবুর ইসলাম বাংলাদেশ বুলেটিনকে বলেন,রোজার প্রথম দিনথেকে এখানে বিভিন্ন প্রকারের ফল-ফলাদি, খাবার দিয়ে রোজাদারদের জন্য ইফতারি দেয়। পুরো রমজান মাস জুড়ে এখানে ইফতারি দেবে। গত বছর ও ইফতার দিয়েছে।
নিয়মিত ইফতার করতে আসা সোহেল রহমান নামে একজন বাংলাদেশ বুলেটিনকে বলেন,এখানে প্রতিদিনই ফ্রিতে ইফতারি করানো হয়। আমরা সবাই মিলে একসাথে এখানে আনন্দের সাথে ইফতারি করি।
রকিবুল ইসলাম নামে একজন বাংলাদেশ বুলেটিনকে বলেন,আয়োজনটা খুব ভালো। আমার জানা মতে, এই এলাকায় মিরাজ খান একাই এই আয়োজন করেন। আর কেউ করে না।
দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবক হিরু মিয়া ও লিটন মোল্যা বাংলাদেশ বুলেটিনকে জানান, যারা স্বেচ্ছায় ইফতার করতে চাইবেন, তারা এখানে বসে ইফতার করতে পারবেন। রমজানের ৩০ দিনই এই ইফতারের আয়োজন করা হবে। প্রতিদিন ১শ থেকে দেড়শ জনের আয়োজন করা হয়।
ইফতার আয়োজনের ব্যাপারে সোহেলী অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক ও উন্মুক্ত ইফতার পার্টির আয়োজক খান মিরাজুল ইসলাম এর সঙ্গে যোগাযোগ করলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজে হননি ও কোনো বক্তব্য দিতে চাননি।