রবিবার ২৭ জুলাই ২০২৫ ১২ শ্রাবণ ১৪৩২
রবিবার ২৭ জুলাই ২০২৫
ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে লাইভে আসছেন তামিম
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ১:০৩ PM আপডেট: ২০.০৩.২০২৪ ৪:৫৮ PM
বাংলাদেশি তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের একটি ফোন রেকর্ড সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল টপিকে পরিণত হয়েছে। কী আছে এই রেকর্ডের পেছনে, সে বিষয়ে কথা বলতে ফেসবুক লাইভ করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় সামাজিক মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন জায়গায় তামিম-মিরাজের একটি ফোন রেকর্ড ফাঁস হয়। সেখানে মুশফিককে নিয়ে বিভিন্ন কথা শোনা যায়। ঘটনার পর থেকে ভক্তরা বিভিন্ন আলোচনা-সমালোচনায় মেতেছেন।
 
এই রেকর্ড ফাঁস হওয়ার পেছনে আসল ঘটনা জানাতে ফেসবুক লাইভে তামিম কথা বলবেন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। বুধবার (২০ মার্চ) সকালে ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি । - তামিম ইকবাল।’

এ দিকে তারকা দুই ক্রিকেটারের ফোন রেকর্ড ফাঁস হওয়ার পরে একটি বেসরকারি টেলিভিশন তাদের খেলার অনুষ্ঠানে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার করে। কিন্তু কীভাবে ফাঁস হলো এই রেকর্ড কিংবা কারা রয়েছেন এর পেছনে- সেসব নিয়ে কথা বলা হয়নি। হুট করে দুই ক্রিকেটারের ফোন রেকর্ড নিয়ে টেলিভিশনের সংবাদ দেখে অনেকেই বিষয়টিকে মারাত্মকভাবে নিয়েছেন।
 
সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন এটি পরিকল্পিত কোনো রেকর্ড হতে পারে। কোনো কোম্পানির বিজ্ঞাপনের অংশ হিসেবে এমনটি করা হতে পারে। তবে তামিম, মিরাজ কিংবা মুশফিক এখনো এ নিয়ে মুখ খুলেননি। সন্ধ্যায় তামিম ফেসবুক লাইভে যুক্ত হয়ে ফোন রেকর্ডের বিষয়ে ব্যাখ্যা দিলেই বিষয়টি পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে।

ভক্তরা ফেসবুকে সমালোচনা করে লিখছেন, যদি কোনো কোম্পানির বিজ্ঞাপনের জন্য এমনটি করা হয়ে থাকে, তাহলে সেটি ভালো চর্চা নয়। কেউই চায় না ফোন রেকর্ড ফাঁস হোক। এমন সংবেদনশীল বিষয় নিয়ে বিজ্ঞাপন করা উচিত না। কিংবা সেটি নিয়ে বিস্তারিত না জানিয়ে খবর প্রচার করাও ঠিক না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত