বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫ ২ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৭ জুলাই ২০২৫
কলমাকান্দায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৫:৪৭ PM আপডেট: ২০.০৩.২০২৪ ৫:৫১ PM
নেত্রকোণার কলমাকান্দা থানা মিলনায়তনে বুধবার পুলিশ বিভাগের জবাব দিহিতা ও জনতার সঙ্গে পুলিশের সম্পর্ক মূলক অনুষ্ঠান ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। 

অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও ধারা ভাষ্যকার অঞ্জন সরকার বাবনের সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।

অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আফরোজা বেগম শিমু, উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান, সাবেক জেলা পরিষদ সদস্য রাজনীতিবিদ ইদ্রিছ আলী তালুকদার, সিনিয়র এ.এসপি দূর্গাপুর

সার্কেল মো. আক্কাস আলী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সম্পাদক ইসলাম উদ্দিন, কলমাকান্দা ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস ও জয়নাল আবেদীন, পুজা কমিটির সভাপতি গৌরাঙ্গ দাস, মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম মোস্তফা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোকাম্মেল হোসেন নয়ন, তারুণ্যের আইডল সাবেক উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক মোস্তাফিজুর রহমান চয়ন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া, শ্রমিক ইউনিয়ন নেতা গোলাম হোসেন মেম্বার ও সাংবাদিকবৃন্দ।

 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত