সোমবার ১৪ জুলাই ২০২৫ ৩০ আষাঢ় ১৪৩২
সোমবার ১৪ জুলাই ২০২৫
গরুচোর ধরতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৫:৫৯ PM
টাঙ্গাইলের মধুপুরে গরুচোরের পিকআপ ভ্যান ধরতে গরু চোরের লাঠির আঘাতে শাকিল (১৫) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।  

উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গোয়ালভিটা গ্রামের হাবিবুর রহমান হাবুর একমাত্র ছেলে শাকিল আলোকদিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

জানাযায়, মঙ্গলবার  মধ্যরাতে সংঘবদ্ধ চোর পিকআপভ্যান নিয়ে ওই গোয়ালভিটা  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাসিন্দা আব্দুল  হামিদের গোয়ালঘর থেকে গরু চুরির উদ্যোগ নেয়। 

পাশ দিয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় চালক বাধা দিলে চোরেরা তাকে লাঠি দিয়ে আঘাত করে। সে চিতকার করলে এলাকাবাসী ছুটে আসে। এসময়  শাকিলও ছুটে আসলে চোরেরা ছুটে যাওয়ার সময় লাঠি ও অস্ত্র উঁচিয়ে পালাচ্ছিল।

প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় বাধা দিতে গেলে চোরেরা শাকিলকে লাঠির আঘাত করে এসময়  পিকআপ ভ্যানের ধাক্কা লাগে। এতে শাকিল পড়ে যায়। রাস্তায় পড়ে থাকাবস্থা থেকে লোকজন তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান ভোরে শাকিলের মৃত্যু হয়। 

মধুপুর থানার ওসি মোল্লা আজিজুর রহমান জানান, লাশ ময়মনসিংহ থেকে  মধুপুরে নিয়ে আসার প্রক্রিয়া হচ্ছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত