কমলনগরে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। প্রায় ৬৫ বছর বয়সী ওই বৃদ্ধার মৃতদেহ থানা পুলিশের হেফাজতে রয়েছে। তার নাম-পরিচয় পাওয়া যায়নি। স্বজনদের খোঁজ করছে পুলিশ।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে লক্ষ্মীপুর-রামগতি সড়কের কমলনগর উপকূল সড়কের পাশে অজ্ঞাতনামা সিএনজির ধাক্কায় মৃত্যু হয় তার।
কমলনগর থানা পুলিশ জানায়, রাত প্রায় ১০ টার দিকে কমলনগর হাজিরহাট ইউনিয়নের উপকূল সরকারি কলেজ গেইট এর সামনে রামগতি-লক্ষ্মীপুর সড়কের উপর লক্ষ্মীপুর থেকে রামগতি গামী একটি অজ্ঞাতনামা সিএনজি অজ্ঞাতনামা এক নারীকে ধাক্কা দেয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানায়।
পুলিশ আরও জানায়, ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করেও ভিকটিমের কোন আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া যায়নি। তার পরিচয় জানা থাকলে স্বজনদের থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।