ফেনীর সোনাগাজীতে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৫ শে মার্চ (সোমবার) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নাছির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজ উল্যাহ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তারেক আহমদ, মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার, আনসার ভিডিপি কর্মকর্তা রোকেয়া সুলতানা, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জামিল আহমেদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও ছাত্রছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বেল্লাল হোসেন।