"চট্টগ্রাম স্টেশন রোড পতিতাদের স্বর্গরাজ্য" শিরোনামে সংবাদ প্রকাশের পর পরই কোতোয়ালি থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত ১১ জন নারী-পুরুষকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে সিএমপি কোতোয়ালি থানার একটি অভিযান টিম থানাধীন স্টেশন রোডস্থ বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন বলে বাংলাদেশ বুলেটিনকে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ এসএম ওবায়েদুল হক। এসময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৮ নারী ও ৩ জন পুরুষকে ১১ জনকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি'র কোতোয়ালি থানার ননএফআইআর (প্রসিকিউশন) দাখিল করা হয়েছে। কোতোয়ালি থানা এলাকায় এসব হোটেলে অভিযান অব্যহত থাকবে বলেও জানান ওসি কোতোয়ালী৷
উল্লেখ্য, সম্প্রতি স্টেশন রোডের বিভিন্ন আবাসিক হোটেল, পুরাতন রেল স্টেশন ও চৈতন্য গলি কবর স্থানের সামনে ভাসমান পতিতা, খদ্দের ও দালালদের উৎপাতে অতিষ্ঠ স্থানীয় জামে মসজিদের মুসল্লীরা পুরো এলাকায় ব্যানার টাঙিয়ে এসব বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করেন৷ যার প্রেক্ষিত স্টেশন রোড়ের পতিতাবৃত্তি নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করে দৈনিক বাংলাদেশ বুলেটিন৷