শনিবার ৫ জুলাই ২০২৫ ২১ আষাঢ় ১৪৩২
শনিবার ৫ জুলাই ২০২৫
ম্রুণালের চোখে-ঠোঁটে মজে
একসাথে থেকেও রশ্মিকা নয়, বিজয় মুগ্ধ ম্রুণালের রূপে
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৩:১০ PM
বিজয় দেবেরাকোণ্ডা ও রশ্মিকা মন্দানার প্রেম নিয়ে চর্চার আঁচ এখন দক্ষিণী সিনেমার গণ্ডি ছাড়িয়ে বলিউডে। জনসমক্ষে কখনও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও, তাঁদের সম্পর্কের খবর ইন্ডাস্ট্রির ‘খোলা খাতা’-র মতো। গুঞ্জন, তাঁরা নাকি একত্রবাস করেন! মাঝেমধ্যেই বিজয়-রশ্মিকার বিয়ে নিয়েও নানা গুঞ্জন শোনা যায়। এ বার বিজয় মুগ্ধ ম্রুণালের রূপে। অভিনেত্রী চোখ, ঠোঁটের প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা।

‘ফ্যামিলি স্টার’ ছবিতে প্রথম বার জুটি বেঁধেছেন ম্রুণাল ও বিজয়। ৫ এপ্রিল মুক্তি পাবে তাঁদের ছবি। তবে সহ-অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। তিনি জানান, ম্রুণাল সহজাত অভিনেত্রী। শুধু তাই নয়, অভিনেত্রী হিসেবে বুদ্ধিমান তাই অভিনয় করাটা সহজ হয়।

এমনিতেই ম্রুণালের অভিব্যক্তির অনুরাগী অনেকেই। এ বার সেই তালিকায় যুক্ত হলেন বিজয়। তাঁর কথায়, ‘‘আমার মনে হয় ম্রুণালে মুখের আকৃতি, ওঁর চোখ, ঠোঁটের আকার এমনই যে ওঁর সংলাপ বলার প্রয়োজন হয় না। সবটাই যেন ফুটে ওঠে। তার জন্য ভাষার প্রয়োজন হয় না। আমার মনে হয় ও খুবই ভাগ্যবতী যে এমন একটা চেহারার অধিকারী। আর খুব ছোট বয়স থেকে কাজ করছে। তাই খুব তাড়াতাড়ি ধরে ফেলতে পারে সহ-অভিনেতা কী চাইছেন।’’ পরশুরাম পেটলা পরিচালিত এই ছবিটি শুধু ভারতে নয় বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত