ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজায় মেসার্স আব্দুল্লাহ ব্রিকসকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (০৬ এপ্রিল) এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মোছা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু মোছা বলেন, ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন অমান্য করায় এবং ইটভাটা পরিচালনায় অসঙ্গতি পাওয়ায় ইটভাটার মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।